নজরবন্দি ব্যুরোঃ বলিউডে ফিরছে করোনা আতঙ্ক! ফের কোভিড পজিটিভ হলেন অভিনেতা অক্ষয় কুমার। আর সে কারণে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতেও পারছেন না তিনি। টুইটে তিনি লেখেন, “গর্বিত ভারতবাসী হিসাবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভেবেছিলাম।
আরও পড়ুনঃ বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?
তবে দুঃখের বিষয় আমি করোনা আক্রান্ত। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুর-সহ গোটা টিমকে আমার শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।”
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অক্ষয় কুমার। গত বছর এপ্রিল মাসে ‘রাম সেতু’র শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে।
শুটিং ফ্লোর থেকেই টিমের আরও ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এই সপ্তাহের প্রথম দিকেই শোনা যাচ্ছিল, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এআর রহমান, আর মাধবন, নওয়াজউদ্দিন সিদ্দিকি,নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরদর সঙ্গে দেখা যাবে অক্ষয়কেও।
দ্বিতীয়বার করোনা আক্রান্ত অক্ষয়, যাওয়া হল না কান চলচ্চিত্র উৎসবে
কিন্তু বাধ সাধল করোনা। এর আগে ২০২১ সালের এপ্রিল মাসেও করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয়।