শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা।

Aishwarya
Aishwarya

নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালে ভরতি হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। দিন কয়েক আগেই তিনি ও তাঁর মেয়ে আরাধ্যা করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তাঁরা। শুক্রবার রাতে ঐশ্বর্যকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুনঃ ৮ শতাংশ সুস্থতার হার কমে আজ আক্রান্ত ১৮৯৪, চুল্লী বানাতে সাহায্য চাইছেন মুখ্যমন্ত্রী!

সূত্রের খবর, তাঁর মেয়েকেও ভরতি করা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতেই ছিলেন ঐশ্বর্যা-আরাধ্যা। মৃদু উপসর্গ হওয়ায় বাড়ি থেকেই চলছিল চিকিত্‍সা। এখনও নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক।প্রথমে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ।

কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে।করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা আগের থেকে ভাল। অভিষেক বচ্চনও আগের থেকে ভাল আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।প্রসঙ্গত, গত ১২ জুলাই ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

অভিষেক বচ্চন টুইট করে জানান, যে তাঁর স্ত্রী ও মেয়ের চিকিত্‍সা বাড়ি থেকেই হবে। তবে আপাতত চিকিত্‍সকদের নির্দেশ মতো তাঁকে ও তাঁর বাবা অমিতাভ বচ্চনকে হাসপাতালেই থাকতে হচ্ছে।