নজরবন্দি ব্যুরো: রোজ রোজ ট্রাফিকের ঝক্কি পোয়াতে ভালো লাগছে না! ভিড় এড়িয়ে নিমেষে পৌঁছে যেতে চান নিজের গন্তব্যে? আপনার জন্য মুশকিল আসান করতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে তারা।
আরও পড়ুন: ধনতেরাসে কেনাকাটার শুভ সময় কোনটি? জেনে নিন
যা নিমেষে আকাশপথে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। আগামী ২০২৬ সালের মধ্যেই দেশে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। বৃহস্পতিবারই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, তারা ভারতে এয়ার ট্যাক্সি আনতে চলেছে। ইন্টারগ্লোব ও মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের মিলিত উদ্যোগেই এই এয়ার ট্যাক্সি আনা হবে।

দুই সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বের সবথেকে জনবহুল দেশগুলিতে যানজট একটা বড় সমস্যা। জনসংখ্যা ও গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাটে যানজটও ক্রমাগত বেড়েই চলেছে। সেক্ষেত্রেই সমাধান হিসাবে উঠে আসছে এয়ার ট্যাক্সি।কিন্তু কেমন হবে এই আকাশ যান? ই-এয়ারক্রাফ্ট বা এয়ার ট্যাক্সির নাম ‘মিডনাইট’।
এই ট্য়াক্সি পাইলট ছাড়া সর্বাধিক চারজন যাত্রী বহন করতে পারে। আপাতত সর্বাধিক ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার অবধি এই এয়ার ট্য়াক্সি চলতে পারে। তবে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
যাত্রা পথের নতুন দিশা, ভারতে চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি
এখন প্রশ্ন হল, এয়ার ট্যাক্সি পরিষেবায় গাঁটের কড়ি কতটা খসবে? ওই সংস্থা সেটা এখনও স্পষ্ট করেনি। তবে তাঁদের দাবি সাধারণ বিমান পরিষেবার চেয়েও কম খরচ হবে এতে। তাছাড়া একটি ট্যাক্সিতে চারজন যাত্রী বসতে পারবেন। সুতরাং ভাড়া শেয়ার করে নেওয়ারও একটা ব্যাপার থাকবে।