Anubrata Mondal: সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার কাণ্ডে তদন্তে নামার পর অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিয়ে শুরু হয় গ্রেফতারির পর্ব। সায়গলের কাছে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া যায়, সেই সম্পত্তির উৎস খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একাধিক নাম। সেই নামের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে গতকাল গ্রেফতার করেছে সিবিআই। ১০ দিনের হেজাফতে রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা।

আরও পড়ুনঃ ‘অনুব্রত কি এই জেলেই আসবে?’ প্রেসিডেন্সি জেলের রক্ষীদের প্রশ্ন পার্থর!

Anubrata Mondal: সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

গতকাল একদিকে যখন সিবিআই অনুব্রত মন্ডলকে গ্রেফতার করছে তখন ইডি-র দল হানা দেয় বীরভূমের নাম করা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে। সেই সূত্রেই ইডি এবং সিবিআই এর স্ক্যানারে উঠে এসেছে একাধিক নাম। টুলু মণ্ডল তো বটেই, অনুব্রতর ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী রয়েছেন সেই তালিকায়। সিবিআই এর সন্দেহ গরুপাচারের টাকা সংরক্ষিত রয়েছে এই সব ব্যবসায়ীদের কাছে।

সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!
সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

সায়গলকে জেরা করে সিবিআই জানতে পারে টুলুর নাম। আর টুলুকে জেরা করে ইডি জানতে পেরেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এবং বোলপুর পুরসভার একজন কাউন্সিলারের নাম। টুলুর সাথে অনুব্রতর সম্পর্ক একটাই ভাল ছিল যে, তৃণমূলের কেউ না হয়েও দলীয় সভায় আসর আলো করে অনুব্রতর পাশে বসে থাকতেন তিনি। সেই টুলুকে জেরা করে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের বাড়িতেো হানা দিয়েছে ইডি।

সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

Anubrata Mondal: সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

সন্দেহের তালিকায় রয়েছেন বীরভূম জেলার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার। তদন্তকারীদের সন্দেহ, ওই মেডিক্যাল কলেজেও বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে অনুব্রতর। এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগেই এই মেডিক্যাল কলেজে আর্থিক লেনদেন এবং মালিকানা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অন্যদিকে সায়গলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে, শুধু তিনি নন। সায়গল ছাড়াও অনুব্রত মন্ডলের নিরাপত্তারক্ষীদের মধ্যে আরও কয়েকজন সরাসরি জড়িত আছে গরুপাচার কাণ্ডের সাথে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?

Lifestyle and More...