নজরবন্দি ব্যুরোঃ আবহাওয়ার খামখেয়ালিপনার মাঝেই ঘরে-ঘরে শিশুদের জ্বর-সর্দি-কাশি। এমনকী, পেটের সমস্যাও দেখা দিচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে হাসপাতালে ভরতি করতে হচ্ছে তাদের। দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানাচ্ছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুনঃ টেস্ট জিতেই নতুন রেকর্ড করলেন কিং কহেলি, টপকে গেলেন সচিনকে
বরং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গাইডলাইনও জারি করেছে স্বাস্থ্যভবন। শহর কলকাতায় ক্রমেই বাড়ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। পূর্ণবয়স্ক মানুষের মধ্যে তো বটেই, হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে শিশুদের মধ্যেও। যা নিয়ে চিন্তায় প্রশাসন। গত শনিবার আমরি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫ জন।
স্বাস্থ্যভবন যে গাইডলাইন দিয়েছে তাতে বলা হয়েছে, তিনদিনের বেশি সময় ধরে জ্বর থাকলে, মাথাব্যথা, পেটখারাপ হলে চিকিৎসা আবশ্যক। সাধারণত জ্বর-কাশি, গলাব্যথার পাশাপাশি পেট খারাপ, বমি হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণে। চিকিৎসকরা বলছেন. নির্দিষ্ট সময় অন্তর জ্বর মাপতে হবে। জ্বর কতটা উঠল তা লিখে রাখতে হবে।
একদিনের মধ্য়ে জ্বর না কমলে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক। অক্সিমিটার দিয়ে নির্দিষ্ট সময় অন্তর রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে। দু’বছরের কমবয়সিরা অসুস্থ হলে তাদের আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
অ্যাডিনোভাইরাসের আতঙ্ক বাড়ছে, জ্বর এলে কী করতে হবে? গাইডলাইন দিল স্বাস্থ্য ভবন

শ্বাসকষ্ট হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক। সেইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। অসুস্থ শরীর নিয়ে ভিড়ের মাঝে যেতেও নিষেধ করছেন চিকিৎসকরা। শিশুরা অসুস্থ থাকলে স্কুলে পাঠাতে নিষেধ করছেন তারা।