Book Fair: বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি

বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি
Additional metro to handle book fair crowd

নজরবন্দি ব্যুরোঃ আগামী সোমবার ৩০ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে মেলা। মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা কাল পেরিয়ে এবছর রেকর্ড ভিড় ও ব্যবসার আশা করছেন গিল্ড কর্তারা।

আরও পড়ুনঃ #BharatJodo -এর সমাপ্তি অনুষ্ঠানে থাকছে না তৃণমূল, থাকছে কারা?

বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি

মেট্রো জানিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে চলবে ১২০ টি ট্রেন। শিয়ালদহ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে সকালে ৭টায় প্রথম ট্রেনটি ছাড়বে। রবিবার মিলবে ৮০টি ট্রেনের সুবিধা। দুপুর ১২টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা।

বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি

এই বইমেলা উপলক্ষে রাজ্য সরকারের তরফেও থাকে বিশেষ বাসের বন্দোবস্ত। যেহেতু ট্রেনের সুবিধাও পাওয়া যাবে সেজন্য মেলায় আসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বইপ্রেমী মানুষজনের। উল্লেখ্য, নানা দিক থেকে এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা

বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি

Book Fair: বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি

এবারের মেলায় ছোটবড় মিলিয়ে প্রায় ৭০০টি বইয়ের স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে, যা অতীতে কখনও হয়নি। কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান, ৩০ জানুয়ারি সল্টলেকের করুণাময়ীতে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।