‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’ সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী
accused businessman opened up about the death of Satish Kaushik

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বিখ্যাত অভিনেতা, কৌতুক অভিনেতা, পরিচালক ও লেখক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় দিল্লির এক মহিলা দাবি করেছেন যে তার স্বামী ১৫ কোটি টাকার জন্য অভিনেতা সতীশকে খুন করেছেন। মহিলার নাম সানভি মালু। তিনি দিল্লির ব্যবসায়ী এবং কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, সেরা পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী
‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী

দিল্লির পুলিস কমিশনারকে চিঠি লিখে এই দাবি করেছেন সানভি মালু। এর পরেই অভিনেতার মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়। এবার সেই ঘটনায় যাকে অভিযুক্ত করা হচ্ছে সেই ব্যবসায়ী বিকাশ মালু এই ঘটনা নিয়ে মুখ খুললেন। শুধু তাই নয় সেই দিনের হোলির পার্টির ভিডিও শেয়ার করে তিনি বলেন,

‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী

“গত তিরিশ বছর ধরে সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন আর আমাকে ভিলেন করতে এ পৃথিবীর ১০ মিনিটও সময় লাগল না। এত সুন্দর উৎসবের পর এই বেদনাদায়ক ঘটনা আমি এখনও মেনে নিতে পারছি না। আমি নিজের নীরবতা ভেঙে শুধু একটিই কথা বলতে পারি এমন ঘটনা আগে থেকে আঁচ করা আর রোখার ক্ষমতা থাকে না। তাই মাননীয় সাংবাদিকদের কাছে অনুরোধ, একটু মানবিক সম্মানটুকু বজায় রাখবেন।”

‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী

‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অভিনেতা অনুপম খেরের টুইটের মাধ্যমে সতীশ কৌশিকের মৃত্যুর খবর জানা যায়। তার আগে বিকাশের হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা-পরিচালক। মালুর ফার্মহাউসেই পার্টি হয়েছিল। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শোনা যায়, বিকাশের ফার্মহাউস থেকেই ‘নিষিদ্ধ’ ওষুধ বাজেয়াপ্ত করা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়।