Abhishek Banerjee: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, মামলা দায়ের করতে চলেছেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় ধৃতের জেরার নাম করে যে চার্জশিট নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তা নিয়ে এবার বৃহত্তর চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূল। নীল কালিতে লেখা অনুপ মাঝির বয়ান কতটা সত্য? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভিতরের কেউ আসল জেরার তথ্য বাইরে পাঠিয়ে দিচ্ছে? প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ Ilish sale: কে জিতবে গঙ্গা নাকি পদ্মা? বাংলাদেশের ইলিশের উপর নির্ভরতা কমাতে রাজ্যে নয়া উদ্যোগ মমতার

তৃণমূলের অভিযোগ, চার্জশিটের কপি যদি আদালত থেকে তোলা হয় তবে তা অবশ্যই জেরক্স হতে হবে। কিন্তু যে কপি হাতে মিলেছে, সেটা নীল কালিতে লেখা। এখানেই সন্দেহ শুরু হয়েছে তৃণমূলের। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ তুলে মামলা দায়ের করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, বিরাট পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক 
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, বিরাট পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক

কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায়, মোট ২৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার মধ্যে ১০০০ কোটি টাকা প্রভাবশালী নেতার কাছে গেছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, যিনি এই রাজ্যে কার্যত প্রশাসন, পুলিশ ও শাসকদলকে নিয়ন্ত্রণ করেন।

এরপরেই শুভেন্দুর বক্তব্য, আগামী ১২ ডিসেম্বর গুরুত্বপূর্ণ অভিযুক্ত ব্যক্তির মামলা সুপ্রিম কোর্টে নির্দিষ্ট হয়েছে। তাই আজ পুরো বলছি না। ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ সালে সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে কয়েক কোটি টাকা সেই ব্যক্তির কাছে গেছে বলেও দাবি করেছেন তিনি। পরে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই চার্জশিট। পরে হলদিয়ার সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলেন কূণাল ঘোষ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, বিরাট পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, বিরাট পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক 
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির যোগসাজশের অভিযোগ, বিরাট পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক

কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি একতরফাভাবে চার্জশিটের পাতার নাম করে মিথ্যা প্রচার করছে। একটি প্রশ্নের উত্তর ছড়িয়ে দিচ্ছে। আমি এবার তিন নম্বরের প্রশ্ন ও উত্তর ওদের উপহার দিলাম। শুধুমাত্র এবি অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে নাম রয়েছে, সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।

Lifestyle and More...