বারবার সমন পাঠাচ্ছে ইডি? হাইকোর্টের নির্দেশে লিখিত জবাব জমা অভিষেকের
Abhishek submits a written statement to the instructions of the High Court

নজরবন্দি ব্যুরো: বেশ কয়েকদিন আগেই ইডির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে পৌঁছে গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকেই বেরিয়ে তদন্তকারী সংস্থার দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন তিনি। বারবার কেন তাঁকে ডেকে পাঠানো হচ্ছে সেই নিয়েই আদালতের দারস্থ হয়েছিলেন অভিষেক। আর সেই মামলাতেই হাইকোর্টের পক্ষ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদককে লিখিতভাবে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Hilsa: সুখবর! অবশেষে কাটতে চলছে আকাল, আজই পদ্মা-মেঘনার ইলিশ কলকাতার বাজারে

এবার আদালতের নির্দেশেই হাইকোর্টের নির্দেশে লিখিত জবাব জমা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিওবা চলতি সপ্তাহের মঙ্গলবার বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তৃণমূল সাংসদের আইনজীবী হাইকোর্টের কাছে আরও তিনদিন সময় চেয়ে নেন। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, আরও তিনদিন অতিরিক্ত সময় দেওয়া যাবে না। তাই একদিন সময় দিয়েছিল। আর সেই সময়ের মধ্যেই অভিষেকের বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দিয়েছেন তাঁর আইনজীবী।

বারবার সমন পাঠাচ্ছে ইডি, লিখিত জবাব জমা অভিষেকের
বারবার সমন পাঠাচ্ছে ইডি, লিখিত জবাব জমা অভিষেকের

প্রসঙ্গত, মামলা বিচারাধীন থাকার পরেও কেন ইডি বারবার সমন পাঠাচ্ছে? এই অভিযোগ তুলেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু অন্যদিকে, ইডির আইনজীবি দাবি করে জানিয়েছিলেন যে, যেখানে গ্রেফতারির কোনও প্রসঙ্গ নেই সেখানে রক্ষাকবচের কথা আসছে কোথা থেকে? এরপরেই দুইপক্ষের কথা শুনেই সব পক্ষকেই তাদের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলেছিলেন বিচারপতি।

বারবার সমন পাঠাচ্ছে ইডি, লিখিত জবাব জমা অভিষেকের

এরপরেই আদালতের নির্দেশে প্রথমেই ইডির বক্তব্য তারা সময়ের মধ্যেই জমা দিয়েছে আদালতে। অবশেষে অতিরিক্ত একদিন সময় নিয়ে,আদালতে অভিষেকের বক্তব্যের প্রতিলিপি জমা দেওয়া হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি ছিল। তবে শুনানি শেষ হলেও আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা হয়নি।

বারবার সমন পাঠাচ্ছে ইডি, লিখিত জবাব জমা অভিষেকের

বারবার সমন পাঠাচ্ছে ইডি, লিখিত জবাব জমা অভিষেকের