তৃণমূল দরজা খুললে BJP দলটাই উঠে যাবে, বড়ো নেতার জল্পনার মাঝেই অভিষেকের বক্তব্য

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি কংগ্রেস থেকে এই মুহুর্তে একে একে নেতা বিধায়করা যোগ দিচ্ছেন তৃণমূলে। ওয়াকিবহাল মহল বলছে একেবারে ২১ এর ভোটের আগের ঘটনার প্রতিচ্ছবি ঘটছে উপনির্বাচনের আগে আগেই। নির্বাচনের আগেই মানুষের জন্য কাজ করতে আর সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে ঝাঁকে ঝাঁকে নেতা মন্ত্রীরা ভিড় জমিয়েছিলেন পদ্মবনে।

আরও পড়ুনঃ ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর, দল ছাড়তে চলেছেন BJP-র এই ‘বড় নেতা’!

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের কাজের রীতির বদল ঘটেছে। অন্তত বর্তমানে তাঁদের মনোভাবনা দেখে তাই মনে করছে রাজনৈতিক মহল গিলি। এই মুহুর্ত সকলেই আবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উহেছেন, লক্ষ্য একতাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করবেন বাংলার মানুষের জন্য। প্রয়োজনে লাইন দিচ্ছেন, দলনেত্রীর গ্রিণ সিগন্যালের জন্য অপেক্ষা করছেন।

২১ এর বিধানসভা ভোটে ২৯২ আসনের লড়াইয়ে বিজেপির ঝুলিতে গিয়েছিলেন ৭৭ বিধায়ক, দিনে দিনে কমছে সেই সংখ্যা। তৃণমূলের তরফে বারবার বলা হয়েছে লাইনে আছেন বহু জন…এখন অপেক্ষা শুধুই সময়ের। একে একে ঘুঁটিও পড়ছে। মুকুল রায়, বিষ্ণুপুরের বিধায়ক থেকে বাগদার বিধায়ক সকলেই তৃণমূলে ভিড়েছেন। বহু জল্পনা অপেক্ষার পরে ঘাসফুল শিবিরে এসছেন বাবুল সুপ্রিয়ও। আজ কংগ্রেস থেকে অভিষেকের হাত ধরে এসেছেন মইনূল।

বিজেপি বিধায়কদের লম্বা লাইন তৃণমূল যোগের জন্য! অভিষেক বলছেন তৃণমূল দরজা খুললে BJP দলটাই উঠে যাবে

তৃণমূল দরজা খুললে BJP দলটাই উঠে যাবে, বড়ো নেতার জল্পনার মাঝেই অভিষেকের বক্তব্য
তৃণমূল দরজা খুললে BJP দলটাই উঠে যাবে,

তার মধ্যেই দিনভর চর্চায় ফিরহাদ হাকিমের ‘বিজেপি থেকে বড়ো কেউ’ আসার কথা। বাবুল সুপ্রিয়কে দলে স্বাগত জানিয়েই ভবানীপুরে প্রার্থী মমতার প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক জানিয়েছিলেন, খেলা শুরু হয়েছে সবে, আরও বড়ো চমক আসতে চলেছে বাংলার রাজনীতিতে। সেই সুর ধরেই আজ রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন, ‘যারা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে এসেছেন। কিন্তু কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে, চিন্তা করতে পারবেন না। বিজেপি থেকেই তিনি আসবেন তৃণমূল। এমনকি অনেক বিধায়কও আসছেন, আরও আসবেন।’

ফিরহাদের এই মন্তব্যের পর কয়েক ঘন্টাতেই এক প্রকার শোরগল পড়েছে রাজনীতির অন্দরে। সারপ্রাইজ পার্সনকে নিয়ে ফিরহাদ মুখে কিছু না বললেও, সূত্রের দাবি এই ‘বড় নেতা’ হলেন শুভেন্দুর অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তাঁর নিরাপত্তা প্রত্যাহার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এদিকে গেরুয়া শিবির যতই বলুক এসবে কর্ণপাত করছেন না তাঁরা, জল্পনা উস্কে দিয়েছে কয়েকগুন খোদ বিজেপির রাজ্য সভাপতির কথায়।

নব নিযুক্ত সুকান্ত মজুমদার বলেছেন, ‘যারা নীতি-আদর্শের ভিত্তিতে বিজেপি করেন, তারা কেউ দল ছেড়ে যাবেন না। সেই বিষয়ে আমি নিশ্চিত। তবু, যাদের সমস্যা হচ্ছে, তাঁদের বলব যে কোনও রাগ-ক্ষোভ থাকলে আসুন, আলোচনা করুন দলের মধ্যে। আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব করা সম্ভব। একসাথে লড়াই করব সবাই। আর এই সরকারকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।’ যখন কলকাতা ছাড়িয়ে রাজ্য রাজনীতি জুড়ে এই আলচনা সাড়া ফেলেছে তখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, “বিজেপির অনেকে আমাদের দলে আসার জন্য পা বাড়িয়ে আছেন। বলেছিলাম, ভোটের পর খেলা শুরু হবে। আমরা দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।’

মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এক সঙ্গে কংগ্রেস, বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে অধীর চৌধুরিকে কটাক্ষ করার পাশাপাশি গেরুয়া শিবিরকে নিশানা করে বলেছেন, “রাজনৈতিক লড়াইয়ে আমাদের সঙ্গে পেরে ওঠে না। তখন এজেন্সি লেলিয়ে দেয় আমাদের ভয় দেখাতে। কিন্তু কোনও ভয় দেখিয়ে, ধমকে-চমকে আমাদের মাথা নত করা যাবে না। বরং আমরা আরও মাথা উঁচু করে দাঁড়াব।” একই সঙ্গে বহিরাগত তত্ব তুলে এনে বলেছেন, ”বহিরাগতদের বাংলায় কোনও স্থান নেই। আগামী ৩ বছরের মধ্যে বহিরাগতদের উৎখাত করবই।”

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!
এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাশিস বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রায় বেআইনি, আমরা সুপ্রিম কোর্টে যাব, চাকরিহারারা চিন্তা করবেন না।"

Lifestyle and More...