নজরবন্দি ব্যুরো: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সিপিএম। বিরোধীদের মিলিত মঞ্চ ‘ইন্ডিয়া’-কে জোট না বলে একটি ব্লক হিসেবেই দেখছে বামেরা। ‘ইন্ডিয়া’-র সমন্বয় কমিটিতেও নিজেদের কোনও প্রতিনিধি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সীতারাম ইয়েচুরিরা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়
যদিও সিপিআই-এর ডি রাজা রয়েছেন সমন্বয় কমিটিতে। তবে এসবকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ‘ইন্ডিয়া’-র সমন্বয় কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দর চত্বরে বামেদের অবস্থান নিয়ে প্রশ্ন করায় অভিষেক বললেন,
“সিপিএমের যা অবস্থান তা তারা স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রত্যেকটা সম মনোভাবপন্ন দলকে স্বাগত জানিয়েছি। এখন সিপিএম কী করবে তা তাদের ব্যাপার”।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে নেই CPIM, দিল্লি যাবার আগে এই নিয়ে কী বললেন অভিষেক?
কেন এমন সিদ্ধান্ত সিপিএমের? পলিটব্যুরোর বক্তব্য জোটের সমন্বয় কমিটিতে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমিটিক জাতীয় ‘স্ট্রাকচার’। যেখানে জোটের নেতারা সিদ্ধান্ত নেবেন তার মধ্যে আবার কমিটি তৈরি করা জোটের জন্য প্রতিবন্ধকতা। তবে বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোটে সর্বশক্তি দিয়ে মানুষের আন্দোলন বজায় রাখার ডাক দেওয়া হয়েছে।