নজরবন্দি ব্যুরো: দিল্লির যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে তৃণমূল! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ডের তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি। তবে দিল্লিযাত্রার আগে চলতি সপ্তাহেই ভার্চুয়াল সভা করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের রাতে মেট্রোর সময় বদল
দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে, দিল্লি যাওয়ার আগে ভার্চুয়াল সমাবেশ করতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য এই দিল্লিযাত্রা? কিংবা বঞ্চিতদের কী করণীয়? এই সমস্ত কিছুই নিয়েই রাজ্যবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতেই এই ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ডের এই সমাবেশের লাইভ সম্প্রচার হবে রাজ্যের প্রতি প্রান্তে জায়ান্ট স্ক্রিনে। তাছাড়াও যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত, তাঁরা হাজির থাকবেন সমাবেশে। পাশাপাশি এই মেগা সমাবেশে দলের সমস্ত নেতা-কর্মীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার এই সমাবেশ হতে চলেছে বলেই তৃণমূল সূত্রে খবর। আর এই সভা থেকেই দিল্লিযাত্রার ঘোষণা করতে চলছেন অভিষেক।
প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর দিল্লিতে কর্মসূচি তৃণমূলের। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে তৃণমূলের কর্মসূচির সূচনা হবে। তবে শুধু দিল্লিতেই নয়, কলকাতাতেও গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছে তৃণমূল। তবে দিল্লিতে হওয়া কর্মসূচির ছবি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে পঞ্চায়েত অফিসগুলির সামনেও, এমনটাই দলীয় সূত্রে জানা যাচ্ছে।