নজরবন্দি ব্যুরো: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন! আসন দখলে মরিয়া রাজনৈতিক দল গুলি। সভার পাল্টা কর্মসূচী! হুঙ্কারের বদলে হুশিয়ারি! সব মিলিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। যদিওবা এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এহেন পরিস্থিতিতে রাজ্য সফরে বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে বেরিয়ে বারংবার দলীয়কর্মীদের উদ্দেশ্যে একের পর এক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা! অনীশ ঘোষকে জামিন দিল হাইকোর্ট
ফের একবার দলীয় কর্মীদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া থেকেই কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, “সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে যদি দলের কেউ মেনে না নেন! তাহলে দলের সেই কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নেওয়া হবে। আগামী পাঁচ মাস পঞ্চায়েত স্তরের যাবতীয় কাজ কীভাবে চলছে, তাও নজরে রাখা হবে।”

সূত্রের খবর, বর্তমানে নবজোয়ার কর্মসূচীতে পুরুলিয়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বৃহস্পতিবার একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। পাশাপাশি পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, “জনগণের সিদ্ধান্তকে না মালনেই বহিষ্কার! সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকেই মেনে নিতে হবে। আর পঞ্চায়েত ভোটে জনতার পছন্দের যিনি জিতে আসবেন, তিনি যদি আমজনতার জন্য কাজ না করেন, তাহলে তাঁকেও সরিয়ে দেওয়া হবে। মানুষের স্বার্থেই কাজ করতে হবে।”
উল্লেখ্য, তৃণমূলের নব জোয়ার যাত্রায় দলীয়কর্মীদের উদ্দেশ্যে একের পর এক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিওবা তাতে কিছু একটা সুফল মেলেনি বলেই ধারনা রাজনৈতিক মহলের একাংশের! এর আগেও বলেছিলেন, “সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এমন নেতারা, দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের কখনই তৃণমূলের জায়গা নেই। মুখ্যমন্ত্রীর চালু করা সামাজিক প্রকল্প ও পরিষেবাকে যাঁরা গ্রামের গরিব মানুষের কাছে পৌঁছে দিতে গাফিলতি করবেন তাঁদেরও আর দলের পদে রাখা হবে না।”
জনগণের সিদ্ধান্তকে না মানলেই বহিষ্কার! মানুষের জন্য কাজ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে
