নজরবন্দি ব্যুরো: রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম এক বহুল চর্চ্চিত ক্ষেত্র। বাম আমলে এই জায়গা হয়ে উঠেছিল পরিবর্তনের অন্যতম সোপান।বিগত রাজ্য বিধানসভা ভোটেও নন্দীগ্রাম বিধানসভা সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল। এবার দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। এই ভোটকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি মুখোমুখি।
আরও পড়ুন:CBI-দিয়ে শুভেন্দুকে জেলে ঢোকাবেন, কালীঘাটের কাকু প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘নবজোয়ার কর্মসূচি’তে পা বাড়িয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার নন্দীগ্রামে মিছিল করবেন। এরই পাল্টা হিসেবে ২০ জুন মিছিল করবেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নন্দীগ্রামে ২০ কিলোমিটার মিছিল করবেন অভিষেক। আর শুভেন্দু মিছিল করবেন ২০ জুন বিজেপি নেতা প্রলয় পাল তেমনটাই জানিয়েছেন। ওই বিজেপি নেতার দাবি, বহিরাগত নয়, নন্দীগ্রামের মানুষ নিয়েই ২০ জুন মিছিল করবে বিজেপি। তাতে নেতৃত্ব দেবেন শুভেন্দু।
নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নন্দীগ্রামে মিছিল করবেন। মঙ্গলবার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার হাঁটবেন। এখানে দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। সাম্প্রতিক সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির গাড়ির কনভয়ের ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন অভিষেক।
বৃহস্পতিবার নন্দীগ্রামে অভিষেকের মিছিল, পাল্টা মহামিছিল শুভেন্দুর

একুশের বিধানসভা ভোটেও ‘হাই ভোল্টেজ’ লড়াই দেখেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে ওই জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। নবজোয়ার যাত্রার হাত ধরে জনসংযোগ বাড়াতে মিছিল করছেন অভিষেক। তবে জনসংযোগের ময়দানে শাসককে এক ছটাক জমি ছাড়তেও নারাজ প্রধান প্রতিপক্ষ বিজেপি। এরই পাল্টা হিসাবে নন্দীগ্রাম বাসীদের সঙ্গে নিয়েই ২০ জুন মিছিলের ডাক দিয়েছে বিজেপি, আর এই মিছিলের মুখ শুভেন্দু অধিকারী।