Abhishek Banerjee: 'নথি চেয়েছিল, জমা দিয়েছি', এক ঘণ্টার মধ্যেই ইডি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক
Abhishek Banerjee getting out of CGO complex

নজরবন্দি ব্যুরো: “আমার কাছ থেকে নথি চেয়েছিল। আমি সমস্ত নথি ওদের কাছে জমা দিয়ে দিয়েছি। প্রায় ৬ হাজার পাতার নথি জমা দিয়ে এসেছি।” মাত্র এক ঘণ্টার মধ্যেই ইডি দফতর থেকে বেরিয়ে এসে এমনটাই জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে ১১টা ৫ মিনিটে সিজিওতে ঢুকেছিলেন তিনি। আর ঠিক দুপুর ১২টা ৬ মিনিটে বেরিয়ে আসেন অভিষেক।

আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার হতে পারেন মহুয়া? সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির

প্রসঙ্গত, গতকাল, বুধবার ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, এর আগেও অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী, বাবা-মা পুরো পরিবারকেই তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু ফের একবার ইডির তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিওতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'নথি চেয়েছিল, জমা দিয়েছি', দফতর থেকে বেরিয়ে জানালেন অভিষেক

সূত্রের খবর, এদিন পরনে ছিল সাদা রঙের শার্ট পরে ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বার হন অভিষেক। আর ঠিক ১১টা বেজে ৫ মিনিটে প্রয়োজনীয় নথি নিয়েই পৌঁছে যান ইডি দফতরে। এরপর মাত্র ১ ঘণ্টা পরেই বেরিয়ে এসে তিনি বলেন, “৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওদের ওই নথি দেখে যদি আবার আমাকে প্রশ্ন করতে হয়, তাহলে আবার ওরা আমাকে ডাকবে।”

'নথি চেয়েছিল, জমা দিয়েছি', দফতর থেকে বেরিয়ে জানালেন অভিষেক

‘নথি চেয়েছিল, জমা দিয়েছি’, দফতর থেকে বেরিয়ে জানালেন অভিষেক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “অনেক কম সময়ের মধ্যে আমার কাছে যা যা চাওয়া হয়েছিল, আমি সেই সময় নথি দিয়ে এসেছি। আমি চাইলেই চিঠি লিখে আরও একটু সময় চাইতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। এর আগেও অনেক বার ওরা আমাকে ডেকেছে। আমি গেছিও। দিল্লিতেও গেছি। আমি চাইলে এইবারও কোর্টের দারস্থ হতে পারতাম। কিন্তু আমি প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করে এসেছি, আগামীতেও করব।”

'নথি চেয়েছিল, জমা দিয়েছি', দফতর থেকে বেরিয়ে জানালেন অভিষেক