ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক
Abhishek Banerjee offered prayers to the sacred tree 'Sal' and connected with the local Santhal community in Ranibandh, Bankura.

নজরবন্দি ব্যুরোঃ নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার বাঁকুড়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলাপালে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়াল প্রাকৃতিক দুর্যোগ। এদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন জেলায়। সেই তালিকায় ছিল বাঁকুড়াও। দুর্যোগের জেরে সিমলাপাল যাওয়ার পথে তালডাংরায় আটকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। বেশ কিছুক্ষণ সেখানে আটকে পড়েন অভিষেক। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই বৃষ্টি মাথায় নিয়ে সিমলাপাল পৌঁছন তিনি।

আরও পড়ুনঃ ‘তীব্র গরমে হতেই পারে’, পরপর বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন সৌগত!

এদিন ঝড়ের জন্য পণ্ড হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার সভা। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ‘নবজোয়ার কর্মসূচি’তে জঙ্গলমহলের সিমলাপালের নদীঘাটে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু তার কিছু আগেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। যার জেরে দলীয় কর্মী-সমর্থকদের ছোটাছুটি লেগে যায় সভাস্থলে। এর পরেই সভা বাতিলের ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক

তৃণমূল সূত্রে খবর, শুধু ঝড়বৃষ্টিই নয়, বাজও পড়তে থাকে। যে কারণে সভায় আসা তৃণমূল কর্মীরা নিরাপদ জায়গার খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন। তখনও অবশ্য অভিষেক সভাস্থলে এসে পৌঁছননি। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে ঘোষণা করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিষেক সভা করবেন না। কর্মী-সমর্থকদের ঝড় থামার পর পাশের রাস্তায় যেতে বলা হয়। জানানো হয়, অভিষেক সেখানে রোড শো করবেন।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক

অভিষেকের সভা বাতিল হয়ে গেলেও তাঁর অপেক্ষায় থাকা মানুষকে নিরাশ করেননি তিনি। এদিন সিমলাপালে প্রায় ১ কিলোমিটার রোড শো করেন অভিষেক। রাস্তার দুধারে ছিল মানুষের ভিড়। অভিষেককে দেখতে, তাঁর কথা শুনতে অপেক্ষা করছিলেন সকলেই।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক

গাড়ির ছাদে উঠে এদিনও জনসংযোগ সারেন অভিষেক। কথা বলেন আমজনতার সঙ্গে। পরে রোড শো করেন রানীবাধে। বিপুল ভিড়ে জননেতা মিশে যান। পরে এলাকাবাসীর সাথে একটি চা দোকানে বসে চা ও তেলেভাজা খান তিনি। রাতে রানীবাঁধের সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের সাথে অংশ নেন শাল পুজোয়।