Hall of Fame: RCB-র পক্ষ থেকে বিরাট সম্মান এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল কে

RCB-র পক্ষ থেকে বিরাট সম্মান এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল কে
RCB-র পক্ষ থেকে বিরাট সম্মান এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল কে

নজরবন্দি ব্যুরোঃ নতুন উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ‘হল অব ফেম’ শুরু করল তারা। প্রথম বছরই এই তালিকায় জায়গা করে নিলেন দলের দুই প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল। তাঁদের নাম ঘোষণা করেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। একটি অনুষ্ঠানে এই ‘হল অব ফেমে’র কথা ঘোষণা করেন আরসিবি-র ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন।

আরও পড়ুনঃ ঋদ্ধিমান সাহার কামব্যাক নিয়ে এবার ভাবুন নির্বাচক থেকে বোর্ড কর্তারা

তিনি জানান, তাঁদেরই এই বিশেষ সম্মান দেওয়া হবে যাঁরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্তত তিনটি মরসুম খেলেছেন এবং খেলার মাঠে ও তার বাইরে দলের প্রতি তাঁদের বিশেষ অবদান রয়েছে। প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির থেকে এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত দুই তারকা।

27 7

দুই তারকাকে নিয়ে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বলছেন, “আমি দেখেছি কীভাবে তোমরা আইপিএলের মানে বদলে দিয়েছ। আজ আইপিএল যেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য তোমাদের দুজনের অবদান বিরাট। আজ আরসিবি যেখানে আছে, সেটার পিছনেও তোমাদের ভূমিকা বিরাট। আমি এবি’র সঙ্গে ১১ বছর খেলেছি আর গেইলের সঙ্গে খেলেছি ৭ বছর। দু’জনেরই আরসিবিতে খেলা শুরু ২০১১ সালে। সেই বছরটা আমার জন্য স্পেশ্যাল।”

RCB-র পক্ষ থেকে বিরাট সম্মান এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল কে

RCB-র পক্ষ থেকে বিরাট সম্মান এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল কে

ডি’ভিলিয়ার্স বলছেন, “সত্যি কথা বলতে অভাবনীয় অনুভূতি হচ্ছে। আমি এখন ক্রিকেটের বাইরে, এই সম্মান পেয়ে আমি আবেগঘন হয়ে পড়ছি।” ক্রিস গেইল বলছেন,”আমি আরসিবিকে ধন্যবাদ জানাব। আমি সবসময় আরসিবিকে আমার হৃদয়ের কাছে রাখব।”

29 7