নজরবন্দি ব্যুরো: কিছু সময় আগেই নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সেরেছেন। অল্প সময়ের মধ্যেই দুজনে গাঁটছড়া বাঁধবেন। কিন্তু তার আগেই বিপাকে আপ নেতা। তাঁর জন্য বরাদ্দ সরকারি বাসভবন হারালেন। সমস্যার সমাধান খুঁজতে আদালতের দ্বারস্থ হলেন রাঘব। আপ সাংসদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাড়ি থেকে উৎখাত করতে চাইছে।
আরও পড়ুন: মন্ত্রীসভার রদবদল করবেন মোদী! মন্ত্রিত্ব হারাতে পারেন অনুরাগ ঠাকুর
সূত্রে খবর, রাজ্যসভা সচিবালয় আপ সাংসদ রাঘব চাড্ডার জন্য যে বাংলো বরাদ্দ করা হয়েছিল তা সাধারণত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীরা পেয়ে থাকেন। তাঁর জন্য টাইপ সিক্স বাংলো বরাদ্দ করা হয়। কিন্তু রাজ্যসভা সচিবালয় সূত্রে খবর, রাঘব বর্তমানে টাইপ-ভি-র জন্য যোগ্য। এই কারণেই তাঁর সরকারি বাসস্থান বাতিল হয়েছে। যদিও এই কারণ মানতে নারাজ আপ সাংসদ। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন তিনি।
রাঘব চাড্ডা পাটিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে এই বিষয়ে লিখিত দিয়েছেন তিনি। কিন্তু এখনই ফের সরকারি বাসভবনে ফেরার আশা দেখা যাচ্ছে না। হাউজ কোর্টে দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই। আদালতে আবেদন জানিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। কেন্দ্রের সরকার বাংলো বাতিল করে নাগরিক অধিকার লঙ্ঘন করছে।

সরকারি বাসস্থান বাতিলের মামলায় পাটিয়ালা হাউজ কোর্টে উভয় পক্ষের তরফে হলফনামা দাখিল করা হয়েছে। আগামী মাসে এই মামলার শুনানি। আপ সাংসদের দাবি, তাঁর জন্য যেভাবে বাংলো বরাদ্দ করা হয়েছিল সেই একইভাবে বরাদ্দ বাংলোয় অনেকেই রয়েছে। কিন্তু তাঁদের সরকারি বাসভবন বাতিল করা হয়নি। পাশাপাশি আদালতে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন রাঘব চাড্ডা।
বাগদানের এক মাসের মাথায় পরিবার নিয়ে পথে! বাড়ি হারালে রাঘব
