নজরবন্দি ব্যুরোঃ আগেই মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ছবি ‘৮৩’র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ জয়ের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে। ভারতের তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।
আরও পড়ুনঃ শ্রমিক বাবার ছেলে পেলেন সেরা শিশু শিল্পীর সম্মান! গর্বিত বাংলা
তার স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট একটি চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে। তিনিও ছবির অন্যতম প্রযোজক। তবে ছবি মুক্তির আগেই সমস্যায় টিম ‘৮৩’। প্রতারণার মামলা হয়েছে ছবির বিরুদ্ধে। দীপিকারও নাম জড়িয়েছে। ছবিতে অর্থ লগ্নি করেছিলেন ইউএই-র এক ব্যক্তি। ১৬ কোটি টাকা লগ্নি করেছিল তাঁর কোম্পানি।

তাঁকে নাকি মোটা টাকার আর্থিক মুনাফা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু সময় মতো কাজ হয়নি। ফলে আন্ধেরীর আদালতে মামলা করেছেন সেই ব্যক্তি। ছবি তৈরির কাজে ব্যয় হয়েছে সেই অর্থ। আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, “আমার মক্কেল আর্থিক লোকসান ও প্রতারণার মামলা করেছেন ‘৮৩’ ছবির বিরুদ্ধে।”
মুক্তির আগেই আইনি জটিলতায় ‘৮৩’, নির্মাতাদের বিরুদ্ধে প্রতারণার মামলা
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, তার দেওয়া ১৬ কোটি টাকা একাধিক খাতে ব্যয় করা হয়। তার অংশ পান দীপিকা, কবীর খানরাও। কিন্তু সেই অর্থের কোনো হিসেব দেওয়া হয়নি ওই ব্যবসায়ীকে। এই অভিযোগ তুলেই দীপিকাসহ ‘৮৩’ ছবির অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেনি তিনি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।