এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, গতবারের ফ্লপ’শো মাথায় রেখে ৭ই ব্রিগেডে মোদি।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, আগামী ২২শে ফেব্রুয়ারি ডানলপের সাহাগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী। করবেন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস। তারপর ২৮শে ফেব্রুয়ারি ফের বাংলায় আসার সম্ভাবনা তাঁর। সেদিনও হতে পারে একাধিক প্রকল্পের শিলান্যাস। সরকারি প্রকল্পের শিলান্যাস তাই স্বাভাবিক ভাবেই পিছিয়ে যেতে পারে ভোটের দিন ঘোষণার তারিখ। এদিকে তারপর ৭ই মার্চ ব্রিগেডে রাজনৈতিক সভা করতে ফের আসবেন মোদি।

আরও পড়ুনঃ টেটের মেধা তালিকায় বেনিয়ম, হাইকোর্টে ৬ টি মামলার শুনানি সোমবার।

বাংলার রাজনীতির আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে ব্রিগেড। নির্বাচন, সম্মেলনের আগে ব্রিগেড ভরে সভা করা বাংলা রাজনীতির অঙ্গ ছিল এক সময়ে। বামেরা ক্ষমতায় থাকা কালীন নিয়ম করে সভা হত ব্রিগেডে। সভা থেকে মেহনতি মজদুর মানুষদের উদ্যেশ্যে ডাক দিত বাম নেতৃত্ব। রাজ্যে বাম শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় আসার ঠিক আগেই ব্রিগেডে সভা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯ এও ফের সভা করেন তিনি। এই মুহুর্তে বাংলায় ফের শক্তি নিয়ে ফিরে আসছে বামেরা। আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডে সভা আছে তাদের। তবে বাংলা রাজনীতিতে ‘ব্রিগেড নিয়ম’ পালন করছে বিজেপিও। ১৯ এর লোকসভা নির্বাচনের আগেই ব্রিগেডে সভা করেছিল বিজেপি। সেই সভায় জনসমাগম যা হয়েছিল তার থেকে বিতর্ক হয়েছিল অনেক বেশি। গতবার ফ্লপ শো’র গ্লানি ঘোঁচাতে ৭ই ফের ব্রিগেডে সভা করছে বিজেপি। সভার মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২শে এবং ২৮শে রাজ্যে আসছেন তিনি।

এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, মোদীর ২৮শে রাজ্যে আসা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনখন নিয়ে জল্পনা। কারন সূত্রের খবর মোদী ২৮শে রাজ্যে আসছেন একাধিক সরকারি প্রকল্পের সূচনা করতে। কিন্তু ভোটের দিন ঘোষণা হওয়ার পর তা আর করা যায়না, সুতরাং ধরে নেওয়া হচ্ছিলো মোদীর ২৮এর সভার পরই ঘোষণা হবে ভোটের দিনক্ষণের। এসবের মধ্যেই ৭ এ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে নির্বাচনের প্রচারের জন্য বাংলায় দফায় দফায় আসছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা।

২ সপ্তাহে খোদ প্রধানমন্ত্রী বাংলায় আসছেন ৩ বার। বাংলায় লোকসভার ভোটের আগেও দফায় দফায় ১৭টি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ফল পেয়েছিলেন হাতেনাতে। সেই সুত্র ধরেই বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছেন বলেই মনে করছে অনেকে। তবে বাংলায় ব্রিগেড বলতে মানুষ এখনও এককথায় বোঝে বাম ব্রিগেডের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে বাম ব্রিগেডের সপ্তাহ ঘুরতেই বিজেপির এই ব্রিগেড কী পরিমাণ সাড়া ফেলবেন বাংলায় তার দিকে তাকিয়ে আছে বাকি রাজনৈতিক দলগুলি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

Lifestyle and More...