নজরবন্দি ব্যুরোঃ শুক্রবারের তুলনায় শনিবার আরও কিছুটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৩০২ জন। এই মুহুর্তে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৪,৯৯,৯২৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৪,৬৫,৩৪৯ জন। সপ্তাহান্তে ৭ শতাংশ কমল আক্রান্তের হার, উৎসবের মরশুমে খানিকটা স্থিতিশীল করোনা পরিস্থিতি।
আরও পড়ুনঃ Covid19 Update: আরও বাড়ল দেশে আক্রান্তের সংখ্যা, মৃত ৪৭০
দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৪,৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১১,৭৮৭ জন। দেশের মধ্যে করোনা পিজিটিভিটি রেট ০.৯৬ শতাংশ। উৎসবের মরশুমে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা গ্রাফ।
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে এখনও ৫ হাজারের গণ্ডি নামছে না কেরলে। গত ২৪ ঘন্টায় ওই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৭৫৪ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের। মোট আক্রান্তের পরিসংখ্যানে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯০৬ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৭৭২ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন।
বিপদ কাটছে মিজোরামে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। অসমে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০। ওড়িশায় ২৪২, তেলেঙ্গানায় ১৩৭ এবং কর্ণাটকে ২৪২ জন গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন।
৭ শতাংশ কমল আক্রান্তের হার , টিকাকরণে ১১৫ কোটি পার

করোনার হাত থেকে মুক্তি পেতে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। সারা দেশে এখনও অবধি ১১৫.৭৯ কোটি টিকাকরণ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭৬.২ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৯.৬ কোটি মানুষ।