নজরবন্দি ব্যুরোঃ রাখিবন্ধন উৎসব উপলক্ষকে সামনে রেখে রাজ্যের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ রাজ্যের যেকোন যায়গায় যেকোন মহিলা বিনা টিকিটে অর্থাৎ নিখরচায় বাসে চড়তে পারবেন। এই পরিষেবা পাওয়া যাবে ৪৮ ঘন্টার জন্যে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে
১০ অগস্ট রাত ১২ টা থেকে ১২ অগস্ট রাত ১২ টা পর্যন্ত উত্তরপ্রদেশে বিনামূল্যে বাসে চড়তে পারবেন মহিলারা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অভিনব উদ্যোগ নিয়েছেন রাখিবন্ধনের প্রাক্কালে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টে এই সম্বন্ধীয় একটি লেখা পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, ‘রাখিবন্ধন উপলক্ষে উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণ নিগমের উচিত সমস্ত মহিলা যাতে নিখরচায় বাসে চড়তে পারেন, তা নিশ্চিত করা এবং তাঁদের সুরক্ষা দেওয়া হয়।’
সমস্ত মহিলা নিখরচায় বাসে চড়তে পারবেন, রাখিবন্ধনে অভিনব উপহার যোগীর!
‘আজাদি কা অমৃত মহোৎসব’কে চিহ্নিত করার লক্ষ্য নিয়ে নারী সুরক্ষায় জোর দেওয়া কথা বলেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়েডু। বেঙ্গালুরু সফরে গিয়ে সেখানে রাজভবনে রাখিবন্ধন উৎসব উদ্যাপন করেন তিনি। রাখিবন্ধন উৎসবে ভাই-বোনের হৃদ্যতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন উপরাষ্ট্রপতি।