নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কাছে প্রহরারত ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিরাট বিস্ফোরণ। ঘটনায় তিন অফিসারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও অবধি পাওয়া খবর, যুদ্ধজাহাজে বেশী ক্ষতি হয়নি। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে এই ঘটনা? তদন্তের জন্য কমিটি গঠন করল নৌ সেনা।
আরও পড়ুনঃ বড় খবর, কেকেআর ছেড়ে অন্য দলের জার্সিতে শুভমন
In an unfortunate incident today at Naval Dockyard Mumbai, 3 naval personnel lost their lives in an explosion in an internal compartment onboard INS Ranvir. Responding immediately, the ship's crew brought the situation under control. There is no major material damage. pic.twitter.com/c9wJUieCCj
— ANI (@ANI) January 18, 2022
নিহত আফিসারদের পরিচয় এখনও অবধি প্রকাশ্যে আনা হয়নি। গত বছরের অক্টোবর মাসে আইএনএস রনবিজয়ে অগ্নিকান্ডে চার কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে নৌ বাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চলতি বছরের শুরুতেই এবং প্রজাতন্ত্র দিবসের আগে বিস্ফোরণের কারণ কী তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
আইএনএস রণবীরে জোরালো বিস্ফোরণ, তিন নেভি অফিসারের মৃত্যু!
উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ অক্টোবর থেকে পশ্চিম প্রান্তে অবিরাম অতন্দ্র প্রহরী পদে নিযুক্ত রয়েছে আইএনএস রণবীর। কেন এই হামলা? উত্তরের জন্য গঠন করা হয়েছে তদন্ত কমিটি। খুব শীঘ্রই ফেরানো হচ্ছে যুদ্ধ জাহাজটিকে। এমনটাই জানাচ্ছেন নৌ সেনার অফিসাররা৷