নজরবন্দি ব্যুরো: ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি কর্মীরা মোট ৪৫টি ছুটি পাচ্ছেন আগামী বছর। নির্দেশিকা অনুযায়ী, এনআই অ্যাক্টে ২০২৪ সালে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। মোট ৪৫ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।
এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্য ছুটি তো রয়েছে। বেশ কিছু ছুটি এ বছর রবিবারের জন্য হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। আবার একই দিনে দুটি ছুটি হওয়াতেও হলি-ডের সংখ্যা কমেছে বলেও অনেকের মত। এই নিয়ে বৃহস্পতিবারই নির্দেশিকা জারি করেছে নবান্ন। সরকারি কর্মীদের এবারের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে প্রাইভেট সেক্টরের কর্মীদের হিংসা হতে বাধ্য।
৭ তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। ষষ্ঠী থেকে খাতায় কলমে ছুটি হলেও দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার।

১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। অর্থাৎ টানা ১৬ দিন ছুটি। অপর দিকে এনআই অ্যাক্ট অনুযায়ী দোলযাত্রায় ছুটি থাকবে ২৫ মার্চ। রাজ্য সরকার ২৬ মার্চ ছুটি দিয়েছে। আর ২৩ ও ২৪ মার্চ হল শনি ও রবিবার।
২৪ এর সরকারি ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, আগামী বছর দ্বিতীয়া থেকেই পুজোর ছুটি শুরু
ফলে টানা চারদিনের সুযোগ থাকছে দোল উপলক্ষ্যে। অন্যদিকে, ১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। সেদিন ছুটির সঙ্গে আর দুদিন বাড়তি ছুটি পাওয়া যাবে। কারণ তারপরের দুদিন শনি ও রবিবার। এমনভাবে পুজোর পরও বাড়তি ছুটির একাধিক সুবিধা মিলবে।