নজরবন্দি ব্যুরোঃ কমনওয়েলথে গেমসের দ্বিতীয় দিনেই চলে এল ভারতের প্রথম পদক। ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সংকেত সরগর। শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সংকেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে সঙ্কেত চোট পান।
আরও পড়ুনঃ ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন
মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনা জিতে নেন। এদিন ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত। সম্ভবত সেকারণেই সোনা হাতছাড়া হয়ে গেল তাঁর।
আসলে ফাইনালের দ্বিতীয় বার ভারত্তোলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও ৫৫ কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে দ্বিতীয় চেষ্টায় ১৩৮ কেজি ওজন তোলেন সংকেত।
কমনওয়েলথে প্রথম পদক সংকেতের হাত ধরে, ভারোত্তোলনে এলো রুপো
তৃতীয়বার তিনি ১৪১ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। অপর দিকে ব্যাডমিন্টনে ভারতকে ৩-০ এগিয়ে দিলেন আকর্ষি কাশ্যপ। শ্রীলঙ্কার সুহাসিনী বিদানগেকে ২১-৩, ২১-৯ ব্যবধানে হারালেন আকর্ষি।