Covid19: ২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ,মৃত ৭০

২১হাজারের দোরগোড়াই দেশের দৈনিক সংক্রমণ,মৃত ৭০
19,893 new covid19 cases in India,53 deaths in last 24 hours

নজরবন্দি ব্যুরো: মাঝে দু একদিন করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও তার পর থেকেই সংক্রমণ ২০হাজারের কাছাকাছি ছিল। তবে গত ২৪ ঘণ্টায়ে সংক্রমণ ২০হাজার পার করে ২১ হাজারের । শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। এবং প্রাণ গিয়েছে ৭০জনের।এবং বেশ কিছু রাজ্যে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

আরও পড়ুনঃ‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৩৫হাজার ৩৬৪জন। দৈনিক পজিটিভিটির রেট ৫.০১ শতাংশ। তবে, আশা জাগিয়ে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২১,৫৯৫ জন। অর্থাত্‍, দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি। যার ফলে কিছুটা কমেছে অ্যাক্টিভ কেস। যে সমস্ত রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে, তার মধ্যে অন্যতম হলো তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলি।

২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে আতঙ্ক 
২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে আতঙ্ক

গত ২৪ ঘণ্টা এই রাজ্যেয় এক ধাক্কায় অনেকটা কমে দৈনিক সংক্রমিত আক্রান্ত হয়েছেন ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তবে সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১২ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। আর অন্যদিকে এই রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৮৯ জন। একদিন সুস্থ হয়েছেন ১৯৪৩ জন। মোট সুস্থের সংখ্যা ২৫, ৬৫, ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে দুই ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের দু’জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৮৪ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।

২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে আতঙ্ক 

২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে আতঙ্ক 
২১হাজারের দোরগোড়ায় দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে আতঙ্ক

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৩৬ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৯৫ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৯৮.৫০ শতাংশ মানুষ। সবমিলিয়ে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনাকে জয় করতে পেরেছেন।শুক্রবার সকাল পর্যন্ত তথ্য অনুযায়ী দেশের ২০৫.৭৯ কোটি মানুষ কোভিড-১৯ টিকা পেয়েছেন। যার মধ্যে ৩.৯৩ কোটি মানুষ পেয়েছে প্রথম ডোজ।