AC: মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার

মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার
মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার

নজরবন্দি ব্যুরোঃ বর্ষাকাল মানেই হুটহাট বৃষ্টি। বৃষ্টি হলেই শুরু হয় ভ্যাপসা গরম। যাতে নাভিশ্বাস আমজনতা। এ গরমে একটু স্বস্তি পেতে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এয়ারকন্ডিশনারের (এসি)। টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। ঘরে-বাইরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছোট-বড় সবার। ফলে বেড়েছে এসির চাহিদা। আর এমন সময়ে যখন অন্য অনেক ব্র্যান্ড তাদের এসির দাম বাড়াচ্ছে, তখন মিনিস্টার এসিতে চলছে বিশেষ ছাড়।

আরও পড়ুনঃ SSKM প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা, পার্থ প্রসঙ্গে বিস্ফোরক হাই কোর্ট

‘মানুষের জন্য মিনিস্টার পণ্য’ স্লোগান ধারণ করে গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে নগদ ক্রয়ের ক্ষেত্রে মিনিস্টার এসিতে চলছে ১৭ শতাংশ ডিসকাউন্ট। এ ছাড়া শূন্য শতাংশ ডাউন পেমেন্ট ও সহজ কিস্তিতে এসি কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণগতমানের এসি কেনার বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে মিনিস্টার গ্রুপ। মিনিস্টারের পণ্য কিনলেই দেওয়া হচ্ছে ফ্রি হোম ডেলিভারিসহ নানা সুবিধা।

মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার
মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার

শুধু তাই নয়, মিনিস্টার এসির ওপর চলছে ‘এক্সচেঞ্জ’ অফার। যেখানে গ্রাহক পুরোনো এসি পাল্টে মিনিস্টারের নতুন এসি ক্রয় করতে পারবেন। সঙ্গে থাকছে ৩৭ শতাংশ মূল্যছাড়। মিনিস্টারের এসিতে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ ১২ বছরের কম্প্রেসার গ্যারান্টি। এতে ব্যবহার করা হয়েছে জাপানি ব্র্যান্ড প্যানাসনিকের কম্প্রেসার।

তা ছাড়া ঈদ সালামি অফারের মাধ্যমে মিনিস্টারের যে কোনো পণ্য ক্রয় করে গ্রাহক পেতে পারেন সর্বোচ্চ নগদ ১১ লাখ টাকার গিফট ভাউচার জেতার সুযোগসহ নিশ্চিত উপহার। অনলাইনের পাশাপাশি শোরুমগুলোয় চলছে এ অফার। জুলাই মাসজুড়ে চলবে ঈদ উপলক্ষে শুরু হওয়া এ অফার।

মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার
মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার

অফারের বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সোহেল কিবরিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফ্যানের বাতাসেও গরম এড়ানো যাচ্ছে না। এই সময়ে সবাই এসি ব্যবহারে আগ্রহী হচ্ছেন। ফলে এসির বাজার বেড়েছে। আমরা চাই মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তরাও যেন এসি ব্যবহার করতে পারেন। তাই আমরা মিনিস্টার এসিতে নানারকম ছাড় ও সহজ কিস্তির সুবিধা দিচ্ছি।’

মিনিস্টার এসিতে ১৭ শতাংশ ছাড়, রয়েছে আরও অনেক ধামাকা অফার

ac 3

সহজ কিস্তিসহ ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় উপকরণ কেনা যাবে ঘরে বসেই। সে জন্য ভিজিট করতে হবে এই সাইটে। ফোন করা যাবে ০৯৬০৬৭০০৭০০ নম্বরে। এ ছাড়া দেশের যেকোনো শোরুম থেকে পাওয়া যাবে এ সুবিধা।