Bus Accident: “পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সবচেয়ে বড় দুর্ঘটনা।’’ আহত ৩৫, মৃত ১৭

17 dead and 35 injured in padma sethu bus accident

নজরবন্দি ব্যুরোঃ আজ দুর্ঘটনার কবলে পরে যাত্রীবোঝাই একটি বাস।বাসটির গন্তব্য ছিল ঢাকা। আচমকাই বাসটি খাদের মধ্যে পরে যায়। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৭, আহত ৩৫

আরও পড়ুনঃ সাগরদিঘিতে পরাজয়ের পর আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, পঞ্চায়েতের আগে বিশেষ টোটকা দিতে চান মমতা

রবিবার সকাল ৭ টা নাগাদ বাসটি খুলনা থেকে ঢাকা শহরের উদ্দেশ্যে রহনা দেয় তথ্য অনুযায়ী। বাসে কতজন ছিল তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। বাসটি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পৌছাতেই বাসের চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে মহাসড়কের রেলিং ভেঙে বাস টি উলটে খাদে পড়ে যায়।

3 Dead, 10 Injured In Bus Collision On Greater Noida Expressway
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সবচেয়ে বড় দুর্ঘটনা। দুমরে মুচড়ে গেছে বাসটি

 

দুমড়ানো, মুচড়ানো অবস্তায় পুলিশ বাসটিকে উদ্ধার করেন। সেই মুহূর্তেই পুলিশ উদ্ধারকারী দল কে খবর দেয়, এবং বাসটিকে উদ্ধার করে। বাস থেকে ১৭ জন মৃত দেহ উদ্ধার করেন পুলিশ, এবং ৩৫ জন কে আহত অবস্তায় পায়। আহত দের দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন বাকিদের শারীরিক অবস্থাও শোচনীয় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সবচেয়ে বড় দুর্ঘটনা। দুমরে মুচড়ে গেছে বাসটি

27 injured as bus overturns after tyre burst in Kolkata | Cities News,The  Indian Express

‘‘পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে” এটিই সবচেয়ে বড়ো দুর্ঘটনা বলে জানা গেছে। যদি ও এর আগে বহু দুর্ঘটনা ঘটেছে পদ্মা সেতুর কাছে, তবে কোনটাই এত বিশাল নয়। এই প্রথমবার এত মানুষ মারা গেলো।