Jio Offer: জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার

জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার
150 rupees discount on Jio recharge

নজরবন্দি ব্যুরোঃ বর্তমান যুগ মোবাইল নির্ভর। স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলা দায়। আমরা এখন দীর্ঘ বৈধতার স্মার্টফোন রিচার্জ প্ল্যান খুঁজে থাকি। আমাদের সেই চাহিদার কথা মাথায় রেখে জিও নিয়ে এলো দুটি দীর্ঘ কালীন প্ল্যান। জিও গ্রাহকদের ৭১৯ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে যার বৈধতা ৮৪ দিন।

আরও পড়ুনঃ ভারতই আমার কাছে সবকিছু, কানাডা সম্পর্ক ছিন্ন করতে চলেছেন অক্ষয়

এই প্ল্যানের সাথে গ্রাহকরা পেয়ে যান অফুরন্ত ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা। জিও গ্রাহকরা যদি এই টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে পেয়ে যেতে পারেন দেড়শ টাকা ছাড়ও। এই প্ল্যানে আপনি পাচ্ছেন মোট ১৬৮ জিবি ডেটা। প্রতিদিন ২ জিবি ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার

এর সাথে থাকবে আনলিমিটেড ফোন করার সুবিধা। গ্রাহকরা প্রতিদিন ১০০ টি করে এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ট্রায়াল এর সুবিধাও পাবেন। অপর দিকে যাদের খরচ ৩০০০ টাকার সামান্য কম। তাঁদের জন্য জিও নিয়ে এসেছে আরও দুটি দীর্ঘ কালীন প্ল্যান। প্ল্যান দুটির ভ্যালিডিটি ৩৬৫ দিন বা এক বছর।

জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার
জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার

২৯৯৯ টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। এক বছরেরও বেশি ভ্যালিডিটি পেয়ে যান কাস্টমাররা। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা ৩৬৫দিন + ২৩ দিন অর্থাৎ মোট ৩৮৮ দিনের বৈধতা পাবেন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হয় গ্রাহকদের। এছাড়াও আপনি যদি প্ল্যানটিতে ৫জিবি ডেটার সুবিধা আছে।

আবার JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয় কাস্টমারদের। Reliance Jio-র অপর প্ল্যান টি ২৮৭৯ টাকাৎ। প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫দিন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়।

জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার

জিও রিচার্জে এবার ১৫০ টাকা ছাড়, আর নতুন দীর্ঘ মিয়াদী প্ল্যানে রয়ছে দারুন অফার

সব মিলিয়ে বছর শেষে প্ল্যানটিতে জিও ব্যবহারকারীরা মোট ৭৩০জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এছারও Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ থাকছে। তাই আরও দেরি নাকরে এখুনি রিচার্জ করুন আর সুবিধা উপভোগ করুন।